বাঁশখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক

0
103

দোকানে বসে চা পান করছিলেন বজলুল হক (৬০)। ওই সময় তাঁর পাশে গিয়ে বসেন নুরুল আজিম সিকদার (৪৫) নামের এক ব্যক্তি। চা পান করতে করতে নুরুলকে উদ্দেশ করে বজলুল বলেন, ‘পুরান পঅলে ভাত ন পার, নয়া পঅল হত্তুন আইসছদে?’ (পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছে)। এ কথায় ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে পেঁয়াজ কাটার ছুরি নিয়ে বজলুলের পেটে নুরুল ঢুকিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের দাবি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন বজলুল হক। তিনি ও নুরুল আজিম একই এলাকার বাসিন্দা। পরে পুলিশ এসে চায়ের দোকান থেকে বজলুলের লাশ উদ্ধার করে এবং নুরুল আজিমকে আটক করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.