নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিরিজ ‘ডক্টর চা’–এ মূল চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন কোরীয় তারকা উম জাং হোয়া। নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকায় টানা তিন সপ্তাহ ধরে রয়েছে সিরিজটি।
সিরিজে চা জিউং সুক নামের এক গৃহিনীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী উম জাং হোয়া। ২০ বছর পর একটি মেডিকেল কোর্সে ভর্তি হতে দেখা গেছে তাঁকে। সিরিজটি এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন জেটিবিসিতে প্রচারিত হয়, পরে সেটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়
উম জাং হোয়ার বয়স ৫৩ বছর, তবে তাঁকে দেখে বোঝার জো নেই। বয়সকে তুড়ি মেরে ছুটে চলেছেন তিনি
অভিনয়ের সঙ্গে গান ও নৃত্যেও সমান দক্ষ উম জাং হোয়া, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন বিবেচনা করা হয় তাঁকে। ৫৩ বছর বয়সেও সিনেমা ও সিরিজে তাঁকে মূল চরিত্রে পাওয়া যায়
নব্বইয়ের দশকের শুরুতে অভিনয় ও গানে নাম লেখান তিনি, তাঁকে ‘কোরিয়ান ম্যাডোনা’ অভিহিত করে দেশটির গণমাধ্যমগুলো
শূন্য দশকের শুরু থেকে গান কমিয়ে অভিনয়ে জোর দেন তিনি, একের পর এক সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন
২০২১ সালে বুসান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তার। শর্তগুলোর...