বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

0
9
বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, এতে এখনও পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

খবর পেয়ে, ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭ টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। তাদের প্রচেষ্টায় ভোর ৬ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ভবনের বাসিন্দারা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.