ডেঙ্গুতে ২৪ দিনে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

0
98
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা- ফোকাস বাংলা

দেশে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭ জন এবং রাজধানীতে ৫ জন। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৫ জনের। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে  মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫২ জন। আগের দিন সোমবার ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হন ২ হাজার ১৪ জন।

গত ২৪ দিনে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন। গড়ে প্রতিদিন ২ হাজার ৩১২ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা শহরে ৯৬ হাজার ৪১১ জন এবং রাজধানীর বাইরে এক লাখ ৬২ হাজার ৫০১ জন।

দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগে ৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ৪২৭ জন এবং রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৫ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.