রাঙ্গামাটিতে অপহৃত ৩ আ.লীগ কর্মীকে উদ্ধার

0
74
অপহরণের শিকার ব্যক্তিরা হলেন চাখিয়াই মং মারমা (৩৫), বাদো মারমা (৩৩) ও চিংথোয়াই প্রু মারমা (৩৫)।

রাঙ্গামাটির কাউখালীতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় অপহরণের শিকার তিন আওয়ামী লীগের কর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় অপহরণকারীরা সেনা অভিযানের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন বলে জানা গেছে।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন চাখিয়াই মং মারমা (৩৫), বাদো মারমা (৩৩) ও চিংথোয়াই প্রু মারমা (৩৫)। তারা উপজেলার কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

জানা যায়, অপহরণের পরপরই রাঙ্গামাটি সদর জোন ও কাউখালী ক্যাম্পের সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা ও অভিযান পরিচালনা করে। অব্যাহত সেনা অভিযানে অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হন।

এ বিষয়ে কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা নিজেরাই কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন।

এর আগে ৮ জানুয়ারি বিকেলে কাউখালি উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.