বঙ্গবাজারে প্রাণ ফিরছে

0
140
বঙ্গবাজারে ইতোমধ্যে ৪০ গাড়ি বালি ফেলা হয়েছে, ইট বিছানো হয়েছে প্রায় ৯০ হাজার।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে চৌকি বিছিয়ে ব্যবসা করতে পারেন, সেজন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর বঙ্গবাজারকে। বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গা জুড়ে বালি ফেলে ইট বিছানো হবে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলা হয়েছে। ইট বিছানো হয়েছে প্রায় ৯০ হাজার। পুরো এলাকায় প্রায় আড়াই লক্ষ ইট বিছানো হবে। বালি ফেলা হবে প্রায় ১৫০ গাড়ি।

আজ মঙ্গলবারের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর লক্ষ্যে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করে চলেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে এই কাজ চলছে। করপোরেশন গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল এ কাজে নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া গতকাল সকাল থেকে অগ্নিকাণ্ডস্থল হতে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডস্থল হতে এখন পর্যন্ত ১ হাজার ৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনো বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.