বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

0
159
আহত আশিক সরকার ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

বগুড়া সদরে আশিক সরকার (৩৮) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘীতে এ ঘটনা ঘটে।

আহত আশিক ওই গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে। তিনি স্থানীয় বাজারে চালসহ কিছু ক্ষুদ্র ব্যবসা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।

তিনি বলেন, সোমবার রাতে আশিক সরকার বানদিঘী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত মুখোশ পরে ধারালো অস্ত্র দিয়ে আশিকের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২টার দিকে আশিককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনও পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.