বগুড়ায় বজ্রপাতে দম্পতিসহ নিহত ৩, প্রাণ গেল ৫ গরুরও

0
333
বজ্রপাত।

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে নারীসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫টি গরুও মারা গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চরে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে নূরু প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম(৪০)ও তার স্ত্রী ফাইমা বেগম  বেলচা (৩০) প্রাণ হারান। এ সময় তাদের ৫টি গরুও মারা যায়।

অন্যদিকে দুপুরেই সদর ইউনিয়নের নিজ বাটিয়া চরের তহসিনের ছেলে সুমন (৩২) পাট ধোওয়ার সময় বজ্রপাতে আহত হন। তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা  করেন।

এছাড়াও উপজেলার নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তানিয়া খাতুন (১৫) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। সে কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মোমিন প্রামানিকের মেয়ে। অন্যদিকে সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের তবিবর রহমান ফকিরের ছেলে  মন (২১) কালিতলা গ্রোয়েণ বাঁধে চায়ের দোকানে বজ্রপাতে  আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.