নতুন বইয়ের গন্ধ মানে অন্য মাত্রার অনুভূতি। আগে একটা সময় ছিল যখন মানুষ বই পড়তে লাইব্রেরীতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো। কিন্ত এখন আর সে সময় কই? সবাই এখন মোবাইল নিয়েই সারাক্ষন মুখ থুবড়ে পড়ে থাকে। কিন্তু আশার ক্ষীণ আলোর মতো বলতেই হয় যে, এখনও কিছু মানুষ বই পাগল, এখনও এই সমস্ত মানুষগুলো সুযোগ পেলেই বইয়ের মাঝে ডুবে যায়। তাই আজ এসমস্ত বই পাগল মানুষগুলোর জন্য থাকছে ঢাকার ৯টি লাইব্রেরীর ঠিকানা। ব্যস্ততা আর জ্যামের শহরকে ফাঁকি দিয়ে যে জায়গাগুলোতে বসে নিজের মতো করে দুদন্ড সময় পার করতে পারবে।
#১ পাবলিক লাইব্রেরী, শাহবাগ,ঢাকা।
#২ বিশ্বসাহিত্য কেন্দ্র লাইব্রেরী, বাংলামোটর,ঢাকা।
#৩ জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ, ধানমন্ডি, ঢাকা।
#৪ এশিয়াটিক সোসাইটি লাইব্রেরী, চানখারপুল, ঢাকা।
#৫ আলোঘর লাইব্রেরী, মিরপুর, ঢাকা।
#৬ রামকৃষ্ণ মিশন লাইব্রেরী, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা।
#৭ দ্বীপনপুর লাইব্রেরী, কাটাবন, ঢাকা।
#৮ ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরী, ফুলার রোড, ঢাকা।
#৯ বেঙ্গল বই লাইব্রেরী, লালমাটিয়া, ঢাকা।