ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই ৪২ হাজার একর এলাকা

0
25
দাবানল

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানল চলছে, যা দেশটির ইতিহাসে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের আগুন বলে ধরা হচ্ছে। দাবানলে এখন পর্যন্ত ৪২ হাজার একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দাবানলটির আকার প্যারিস শহরের আয়তনের থেকেও বড়, যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য আগুন নেভাতে কাজ করছেন।

মূলত, গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছাকাছি থেকে শুরু হওয়া দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ে। তীব্র গরম, শুকনো গাছপালা এবং প্রবল বাতাস দাবানলের দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।

দাবানলে একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আগুন নেভাতে কাজ করছে ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন ও পানিবাহী বিমান। আগুনের প্রভাবে জোনকিয়ের গ্রামের প্রায় ৮০ শতাংশ এলাকা পুড়ে গেছে।

দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু দাবানলকে ‘অভূতপূর্ব দুর্যোগ’ বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, এর পেছনে জলবায়ু পরিবর্তন ও খরা অন্যতম প্রভাবক। ফরাসি পরিবেশমন্ত্রীও একই মত প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্থানীয় বাসিন্দাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বলেন, রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.