ফ্রান্সে বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলায় নিহত ১, আহত ৩ পুলিশ

0
9
ফ্রান্সে বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলা

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় নগরী মিলুজে একটি বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।

দেশটির স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে হামলার ঘটনাটি ঘটে। ওই সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আলজেরিয়ার ৩৭ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। খবর বিবিসির।

যে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাদের একজন গলায় এবং একজন বুকে আঘাত পেয়েছেন। হামলার সময় ৬৯ বছর বয়সী পর্তুগালের এক নাগরিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয় এবং তিনি নিহত হন।

স্থানীয় প্রসিকিউটরের দেওয়া তথ্যানুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন এমন তালিকায় সন্দেহভাজন হামলাকারীর নাম ছিল এবং তাকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘটনাকে সন্দেহাতীতভাবে ইসলামপন্থি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাক্রো বলেন, আমি আমাদের দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার ও আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.