ফ্যাসিবাদের মুখাকৃতি’ পোড়ানোর বিষয়ে যা জানাল পুলিশ ও ফায়ার সার্ভিস

0
26
ফ্যাসিবাদের মুখাকৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।

শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, চারুকলা অনুষদে বাংলা বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ও প্রক্টর স্যারসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। থানার একটি টিম তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এই মুহূর্তে তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের অনেককে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া ঘটনাস্থল ও আশপাশের একাধিক সিসি ক্যামেরার ডিভিআর সংগ্রহের কাজ চলছে। ডিভিআরগুলো থেকে ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন লাগার ঘটনা রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে। এর মধ্যে কেনো শুধু দুটি মোটিফে আগুন লেগেছে, সেটি রহস্যজনক।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, চারুকলায় আগুনের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পৌঁছে একটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, আগুনের খবর পাওয়া যায় ভোর ৫টা ৫ মিনিটে, ইউনিট পৌঁছায় ৫-১০ মিনিটে, আগুন নিয়ন্ত্রণে আনে ৫-১৪ মিনিটে। তবে আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.