ফোম না থাকায় ঝালকাঠিতে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হয়েছে: ফায়ার সার্ভিস

0
132
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ড়তকাল দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ফোম না থাকায় সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হয়। আজ সোমবার ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের সব ফোম শেষ হয়ে যায়। পরে খুলনা থেকে পাঠানো ১০৫ ঝারিক্যান ফোম রাত ৩টায় ঝালকাঠিতে এসে পৌঁছায়। ১১ ঘণ্টা জ্বলার পর আজ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ জাহাজটির আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

গতকাল সোমবার তেলবাহী জাহাজে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন প্রায় ১১ ঘণ্টা পর আজ ভোরে নিয়ন্ত্রণে এসেছে। গতকাল রাত ৯টায় বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ‘অগ্নিযোদ্ধা’ নামের একটি জাহাজ এসে ফোম ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তাঁদের সহযোগিতা করেন ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। তাঁদের কাছে থাকা ফোম শেষ হওয়ায় তাঁরাও রাত ১২টার দিকে আগুন নেভানোর কাজ স্থগিত করে দেন। পরে কয়েক ঘণ্টার মধ্যে আবার ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।

আজ সকাল ৯টায় শহরের পৌর মিনি পার্ক এলাকায় প্রেস ব্রিফিং করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেজ) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ফোম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে বিস্ফোরিত জাহাজটির সঙ্গেই নোঙর করে রাখা সাগর নন্দিনী-৪ নামের আরেকটি জাহাজকে নিরাপদে সরিয়ে নিতে আমরা সক্ষম হয়েছি।’

একই স্থানে অপর এক প্রেস ব্রিফিংয়ে বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন বলেন, বারবার এ ধরনের নৌ দুর্ঘটনা ঘটায় জাহাজমালিকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার পরামর্শ নৌ পুলিশের রয়েছে।

এদিকে কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত হোসেন বলেন, ‘এই উদ্ধারকাজের জন্য আমাদের একটি সামুদ্রিক বড় জাহাজ ঘটনাস্থলে রওনা হয়েছিল। এর আগে কোস্টগার্ডের নেতৃত্বে চারটি লাশ উদ্ধার করা হয়।’

উল্লেখ্য, গত শনিবার বেলা দুইটার দিকে সুগন্ধা নদীর তীরের সরকারি তেলের ডিপোর কাছে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় জাহাজে মোট ৯ কর্মী ছিলেন। তাঁদের মধ্যে অগ্নিকাণ্ডে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ জাহাজ থেকে তেল অপসারণের সময় গতকাল সন্ধ্যায় আবার বিস্ফোরণের ঘটনা ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.