মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় হঠাৎ করে তা বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এমন ঘটনায় আহত হওয়ার ঝুঁকি থাকে। তাই ফোনে আগুন লাগলে তা নেভানোর ক্ষেত্রে বোকামি করা উচিত নয়। গ্যাজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ব্যাটারি বদলানোর সময় এক টেকনিশিয়ানের কাছে আইফোনে আগুন লেগে যায়। তিনি সেটি ছুড়ে ফেলে আগুন নেভাতে জুতা দিয়ে ফোনটিতে আঘাত করেন। কিন্তু ভাগ্য ভালো থাকায় তাঁর কোনো ক্ষতি হয়নি। তবে তিনি যা করেছেন, তা বোকামি ছাড়া আর কিছুই নয়।
বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন আকারে ছোট হলেও এতে প্রচুর শক্তি থাকে। আগুন ধরলে ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারির তাপমাত্রা থাকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই তাপমাত্রা জুতার পাশাপাশি পা পুড়িয়ে ফেলতে পারে। তাই আগুন নেভাতে কোনোভাবেই ফোনে পা দেওয়া যাবে না। কম্বল বা অন্য কিছু দিয়ে ঢেকে রাখলে তাতেও আগুন ধরে যেতে পারে। ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম লাল রং ধারণ করতে পারে এবং গলে যেতে পারে।