ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন

0
160
ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম হঠাৎ লগআউট হয়ে যাচ্ছে। মেটার এই তিন জনপ্রিয় মাধ্যমের ব্যবহারকারীরা আচমকা সমস্যায় পড়েছেন। একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে থ্রেডসেও।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম লগআউট হয়ে যাওয়ার সমস্যার কথা জানান।

ব্যবহারকারীরা জানান, ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর লগ-ইন করা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে মেটার এই তিন প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানায়।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে কোনো বক্তব্য পায়নি রয়টার্স।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত ৯টার পর থেকে হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগিন হতে পারেননি।

বর্তমানে ফেসবুকের অ্যাপ এবং ম্যাসেঞ্জার এবং ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না বলে জানান ব্যবহারকারীরা। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.