ফাইনালে বাংলাদেশের যুবারা

0
404
টসে অংশ নেন দুই দেশের অধিনায়ক। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে যুবারা।

টস হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ ১৮ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায়। তবে অন্য প্রান্তে আরেক ওপেনার তানজিদ হাসান ২ ছক্কা আর ১৬ চারে ১১৩ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা বেশ ভালো মতোই সামাল দেন তানজিদ। তানজিদ ও জয়ের লম্বা জুটির পরেও বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি। যুবাদের এই জুটি সাজঘরে ফিরলে এক হৃদয় (৩১) ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল অধিনায়ক আকবর আলী (১১)।

শেষ পর্যন্ত পুরো ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৪৭ দশমিক ১ ওভার খেলেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুটিয়ে যায় ২২৪ রানে।

 

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী ও শাহীন আলম নেন ২টি করে উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.