ফাইনালের টিকিট পেয়ে যা বললেন রোহিত

0
70
রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজেছিল ভারতের। এবার বছর দুয়েক পর চলতি বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ ভালোভাবেই নিলেন রোহিত-কোহলিরা। ফলে ইংলিশদের বিধ্বস্ত করে ১০ বছর পর ফাইনালের টিকিট কাটলো ভারত।
 
আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড-ভারত ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে। বৃহস্পতিবার (২৭ জুন) সেই সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করে ম্যাচের আগেই বৃষ্টি হানা দেয়। বৃষ্টি বাধার পর গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে ২১ বল বাকি থাকতেই ১০৩ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। এতে ৬৮ রানে হেরে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা।
 
ইংল্যান্ডকে হারানোর পর ভারতের অধিনায়ক রোহিত শর্মার ভাষ্য, ‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।’
 
এদিকে পুরো আসরজুড়ে রানখরায় ভুগছেন বিরাট কোহলি। তবুও দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা হারাচ্ছেন না রোহিত।
 
এ নিয়ে তার মন্তব্য, ‘কোহলি কেমন ক্রিকেটার, তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে, সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।’
 
রোহিত যোগ করেন, ‘আমরা দল হিসেবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার অবদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.