‘প্রেমালু’ থেকে ‘ডুড’—আলোচিত অভিনেত্রী মামিথা বাইজুকে কতটা জানেন

0
31
মামিথা বাইজু

‘প্রেমালু’ থেকে ‘ডুড’—পরপর দুই সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন মালয়ালম অভিনেত্রী মামিথা বাইজু। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল ১০ তথ্য।

পরিচালক কার্থিসরণ পরিচালিত তামিল সিনেমা ‘ডুড’—এ কুরাল নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মামিথা বাইজু। তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন
পরিচালক কার্থিসরণ পরিচালিত তামিল সিনেমা ‘ডুড’—এ কুরাল নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মামিথা বাইজু। তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

মুক্তির এক সপ্তাহের ব্যবধানে সিনেমাটি ১০০ কোটি রুপি ব্যবসা করেছে  
মুক্তির এক সপ্তাহের ব্যবধানে সিনেমাটি ১০০ কোটি রুপি ব্যবসা করেছেশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

 গত বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রেমালু’ সিনেমায় ‘রেণু’ নামে এক তরুণীর চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রেমালু’ সিনেমায় ‘রেণু’ নামে এক তরুণীর চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন ২২ বছর বয়সী এই অভিনেত্রী, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

২০১৭ সালে ‘সারভোপারি পালাক্কারান’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান মামিথা
২০১৭ সালে ‘সারভোপারি পালাক্কারান’ সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখান মামিথা, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

এরপর ‘অপারেশন জাভা’, ‘খো খো’, ‘সুপার শারায়ানা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি
এরপর ‘অপারেশন জাভা’, ‘খো খো’, ‘সুপার শারায়ানা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

এই তরুণ অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা কেরালার কিদানগুরে
এই তরুণ অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা কেরালার কিদানগুরে, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

তিনি কোচির একটি কলেজে মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন
তিনি কোচির একটি কলেজে মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

‘খো খো’ সিনেমায় অভিনয়ের জন্য কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড পেয়েছেন মামিথা বাইজু
‘খো খো’ সিনেমায় অভিনয়ের জন্য কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড পেয়েছেন মামিথা বাইজু, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ের বাইরে নাচেও পারদর্শী তিনি
অভিনয়ের বাইরে নাচেও পারদর্শী তিনি, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৪২ লাখের বেশি
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ৪২ লাখের বেশি, শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.