প্রাণহানি বেড়ে ৫৯, ফেনী-কুমিল্লায় বন্যার উন্নতি হচ্ছে

0
61
বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে

চলমান বন্যায় সারাদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এছাড়া বর্তমানে পানিবন্দি রয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার। ক্ষতিগ্রস্থ লোকের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন।

শনিবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে পুরুষ রয়েছে ৪১ জন। এছাড়া ৬ জন মহিলা এবং ১২ জন শিশু রয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ২৩ জন মারা গেছে ফেনীতে। কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৯, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। মৌলভীবাজার জেলায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিস্থিতি উন্নতি হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি উন্নতি হচ্ছে।

বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৩০৫ জন মানুষ, ৩৬ হাজার ১৩৯টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.