দিশা পাটানি ও টাইগার শ্রফের প্রেমের গুঞ্জন অনেক দিন, যদিও দুই তারকার কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু কেন আবার তাঁদের সম্পর্ক জোড়া লাগার কথা উঠেছে? এনডিটিভি অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।

গত বছর টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক ভেঙে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। এমনকি করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে টাইগার শ্রফ জানিয়েছিলেন, তিনি সিঙ্গেলফেসবুক থেকে

দিশা ও টাইগারের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন রটেছে একসঙ্গে তাঁদের ছবি ও ভিডিও ছড়িয়ে যাওয়ার পরফেসবুক থেকে

গত শনিবার দিল্লিতে মিক্সড মার্শাল আর্টের একটি অনুষ্ঠানে অংশ নেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ। সে অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায় টাইগার ও দিশাকেটুইটার থেকে

যদিও দিশা বা টাইগার তাঁদের সম্পর্ক নিয়ে নতুন কোনো কথা বলেননিফেসবুক থেকে

সামনে দিশাকে দেখা যাবে বিভিন্ন ভাষার একগুচ্ছ সিনেমায়ফেসবুক থেকে

এসব সিনেমার মধ্যে আছে হিন্দি সিনেমা ‘যোধা’। এ ছাড়া তামিল ‘কানগুভা’ ও তেলেগু সিনেমা ‘প্রজেক্ট কে’তেও দেখা যাবে দিশাকেইনস্টাগ্রাম থেকে