প্রবীণ সঙ্গীত পরিচালক খৈয়াম আর নেই

0
706
মহম্মদ জহুর খৈয়াম হাশমি।

‘পদ্মভূষণ’ প্রাপ্ত ভারতের প্রখ্যাত সুরকার মহম্মদ জহুর খৈয়াম হাশমি মারা গেছেন। সোমবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মত্যৃকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ধ্রুপদী চলচ্চিত্র ‘কাভি কাভি’ ও ‘উমরাও জান’-এর সংগীত পরিচালক তিনি। ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, ১০ দিন ধরে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন খৈয়াম। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন খৈয়ামের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকেরা।

খৈয়ামের পরিবারের এক ঘনিষ্ঠজন বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সুজয় হাসপাতালে তিনি মারা যান।’

‘ত্রিশূল’, ‘নুরি’ ও ‘শোলে অউর শবনম’-এর মতো স্মরণীয় চলচ্চিত্রে কাজ করেছেন বর্ষীয়ান সংগীত পরিচালক খৈয়াম।

খৈয়াম মাত্র ১৭ বছর বয়সে লুধিয়ানাতে সংগীত নিয়ে কাজ শুরু করেন। প্রথম সুযোগই পেয়েছিলেন ‘উমরাও জান’ ছবিতে কাজ করার সুযোগ। পরবর্তীতে চার দশক একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ছবির বাইরেও অনেক গান সমান জনপ্রিয়তা লাভ করেছে।

আজ মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে জি নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.