প্রধানমন্ত্রীর সঙ্গে চা–বাগান মালিকদের সভা শনিবার

0
122
মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে চা-শ্রমিকদের বিক্ষোভ। লুয়াইউনি-হলিছড়া চা-বাগানের সামনে, কুলাউড়া, মৌলভীবাজার

তবে শ্রমিক নেতারা কথা বলে এবং প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিয়েও চা–শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বলেন, শনিবার বিকেল চারটায় মাননীয় প্রধানমন্ত্রী চা–বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। গণভবনে এ সভা হবে।

এদিকে ধর্মঘটের ১৩তম দিনে আজও ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা-বাগানে সভা–সমাবেশ করতে দেখা যায়। খেজুরিছড়া চা-বাগানে শিক্ষার্থীরা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.