নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক দিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেতা। নিউমোনিয়ার চিকিৎসা চলাকালে ধরা পড়ে হেপাটাইটিস। এরপর আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো গেল না মনুকে। ২৬ ফেব্রুয়ারি কেরালায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। মনুর মৃত্যুতে শোকাহত মালয়ালম ইন্ডাস্ট্রি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে, ‘ন্যান্সি রানী’ সিনেমার কাজ শেষ করেছেন পরিচালক। এখন চলছিল পোস্ট প্রোডাকশনের কাজ। সঙ্গে চলছিল সিনেমার মুক্তি নিয়ে পরিকল্পনাও। আর এরই মধ্যে তিনি মারা যান। ‘ন্যান্সি রানী’তে অভিনয় করেছেন অহনা কৃষ্ণা, সানি ওয়েন, অর্জুন অশোকন প্রমুখ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিনেমা–সংশ্লিষ্ট সবাই। শোক জানিয়ে অভিনেত্রী অহনা কৃষ্ণা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আপনার তো এমন পরিণতি হওয়ার কথা ছিল না। যেখানেই থাকবেন, শান্তিতে থাকবেন।’
২০০৪ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন মনু। ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মালয়ালম সিনেমার পাশাপাশি কাজ করেছেন কন্নড় সিনেমাতেও। ক্যামেরার সামনের মানুষ একসময় ক্যামেরার পেছনে কাজ করা শুরু করেন। বেশ কয়েকটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর নিজেই সিনেমা নির্মাণ করতে নেমে পড়েন। কিন্তু নিজের নির্মিত প্রথম সিনেমার কাজ শেষ করে যেতে পারলেন না জোসেফ মনু জেমস।