নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক পূর্ণিমার আজকের ভাবনা।
ক্যাপশনে পূর্ণিমা জুড়ে দিয়েছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ।
বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে পূর্ণিমার ফেসবুক পোস্টে সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনয়শিল্পী, সংসদ সদস্য যেমন শুভকামনা জানিয়েছেন, তেমনি চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক সাইমন সাদিকসহ পরিচালক, সহশিল্পী, সাংবাদিকেরাও শুভকামনা জানিয়েছেন।
দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের খবরটি গত বছরের জুলাইয়ে সবার সামনে নিয়ে আসেন পূর্ণিমা।
সেদিন পূর্ণিমা জানান, মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে।
২০২২ সালের জুলাইয়ে পূর্ণিমা এ–ও জানান, চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাঁদের পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানান। দুই পরিবার থেকে বলা হলো, বিয়েটা করে ফেললেই ভালো।
এরপর পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসায়ই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে হলেও আশফাকুর রহমানের প্রথম। ২০০৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি, উমাইজা নামের সেই কন্যাসন্তান এখন পূর্ণিমার কাছে থাকছে।
বিয়ের খবর প্রকাশ্যে আনার কয়েক মাস পর পূর্ণিমা ও আশফাকুর রহমান অস্ট্রেলিয়ায় ঘুরতে যান। বিয়ের পরপরই কাজের ব্যস্ততায় কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি তাঁদের। তাই তো স্বামী ও আট বছর বয়সী কন্যাসন্তানের সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় বেড়াতে যান তিনি।
সম্প্রতি ‘হোটেল রিল্যাক্স’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন পূর্ণিমা। সেই ওয়েব সিরিজের পরিচালক কাজল আরেফিনও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। শুটিং সেটে পূর্ণিমা ও তাঁর স্বামীর সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী সুদর্শন আশফাকুর রহমান ভাইয়া ও সুন্দরী পূর্ণিমা ভাবি।’
এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী মিরাজ। শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এন্টিগার উইকেট পেস বান্ধব হয়। বাংলাদেশ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্ন মতকে শত্রুতা বা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কী পরিণতি হতে পারে তা দেশবাসী দেখেছে। আওয়ামী লীগ আর...
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে...