প্রথম উইকেটটা তাঁর, নিয়ম বানিয়ে ফেলেছেন বুমরা

0
14
আবারও নাথান ম্যাকসুয়েনিকে ফিরিয়েছেন যশপ্রীত বুমরা, এএফপি

পুরো ইনিংসে সবচেয়ে বেশি উইকেট অন্য কেউও নিতে পারেন। তবে প্রথম উইকেটটা তিনিই নেবেন—বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এমনটা নিয়মই বানিয়ে ফেলেছেন যশপ্রীত বুমরা। সিরিজে চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নিয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। শুধু প্রথম উইকেটই নয়, তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই ফিরিয়েছেন।

আজ গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে বুমরার নৈপুণ্যেই প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পেরেছে ভারত। স্বাগতিকেরা লাঞ্চ বিরতিতে গেছে ৩ উইকেটে ১০৪ রান নিয়ে। বুমরা নিয়েছেন ২ উইকেট, অপর উইকেট নীতিশ রেড্ডির।

গতকাল ম্যাচের প্রথম দিনে বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ার খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। আজ অবশ্য আবহাওয়া বাগড়া বসায়নি, খেলা শুরু হয়েছে সময়মতো। দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯.৪ ওভারে, অস্ট্রেলিয়া আগের দিনের বিনা উইকেটে ২৮ রানের সঙ্গে যোগ করেছে ৩ উইকেটে ৭৬।

সকালে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উসমান খাজাকে (২১ রান) ঋষভ পন্তের ক্যাচ বানিয়ে ফেরান বুমরা। এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এ নিয়ে চতুর্থবার অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নিয়েছেন তিনি।

দিনের শুরুতেই উসমান খাজাকে উইকেটের পেছনে ক্যাচ বানান যশপ্রীত বুমরা
দিনের শুরুতেই উসমান খাজাকে উইকেটের পেছনে ক্যাচ বানান যশপ্রীত বুমরা,এএফপি

এখন পর্যন্ত হওয়া পাঁচ ইনিংসের মধ্যে শুধু অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসেই বুমরা প্রথম উইকেট নিতে পারেননি। অবশ্য ওই ইনিংসে উইকেট পাননি ভারতের কোনো বোলারই, অস্ট্রেলিয়ার দুই ওপেনার ১৯ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিলেন সহজেই।

বুমরা পরে নাথান ম্যাকসুয়েনিকেও ফিরিয়েছেন। সিরিজে ম্যাকসুয়েনিকে এ নিয়ে চারবার আউট করেছেন বুমরা। আরও স্পষ্ট করে বললে এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখা ম্যাকসুয়েনি এখন পর্যন্ত শুধু বুমরার বলেই আউট হয়েছেন।

লাঞ্চ বিরতির সময় স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড ২৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন। স্মিথের রান ২৫, হেড ২০।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.