সৌদি গোলরক্ষক আল ওয়াইসকে ফ্ল্যাট দিতে চান সাবেক মেয়র মনজুর

0
143
বাজপাখি হয়ে গোল বাঁচাচ্ছেন সৌদি গোলরক্ষক আল–ওয়াইস, ছবি: এএফপি

মনজুর আলম বলেন, ‘গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের অসাধারণ নৈপুণ্যে সৌদি আরব সাবেক চ্যাম্পিয়নদের হারিয়েছে। তাঁকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। পাশাপাশি সাগরিকার শেখ রাসেল স্টেডিয়ামে এনে সংবর্ধনা দিতে চাই। তারা রাজি থাকলে হয়ে যাবে।’
মনজুর আলম আরও বলেন, ‘সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছে। এটা অনন্য কীর্তি। এ জন্য আমরা গর্বিত।’

শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। শোকরানা সমাবেশে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ফরিদুল আলমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান। মোনাজাতে মুসলিম উম্মাহ, সৌদি আরব ও বাংলাদেশের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

এ সময় সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আধবেলা ছুটি দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.