প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

0
14
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রী সাথী খাতুন (১৭)

পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রী সাথী খাতুন (১৭) এর। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে পাবনার পৌর সদরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা।

নিহত সাথী খাতুন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটককৃত শাওন ইসলাম (১৯) পাবনা পৌরসভার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসার জীবনে তাদের বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যেই সাথীকে মারপিট করতেন শাওন। তারই জেরে সোমবার সকালে সাথী তার বাবার বাড়ি যাওয়ার কথা বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। সেই সঙ্গে সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, ‘ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী শাওনকে আটক করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.