নায়ক আরিফিন শুভ এই ঈদে দর্শকের সামনে হাজির হলেন তার নিজের কণ্ঠে গাওয়া গানের ভিডিও নিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে সম্প্রতি।
‘মনটা বোঝে না’ শিরোনামে গানটি লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কে জিয়া।
গানটি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘এটি আমার দর্শক–ভক্তদের জন্য একটি চমক। এর আগে “অগ্নি” ছবির জন্য কয়েক লাইন গেয়েছিলাম। আমি তো গানের মানুষ না। কিন্তু, যে কোনভাবেই হোক এই কাজটি করা হয়েছে।’
‘এই ঈদে “মিশন এক্সট্রিম” ছিল ভক্তদের জন্য আমার বড় উপহার। কিন্তু, ছবি মুক্তি দেওয়া গেল না। তাই এই গানটি তাদের জন্য ছোট্ট উপহার’, যোগ করেন ‘ঢাকা অ্যাটাক’ অভিনেতা।
শুভ আরও বলেন, ‘এই করোনাকালে বাসায় বসে ভিডিওটির শুটিং শেষ করেছি। বাসায় ক্যামেরা ছিল। ক্যামেরা চালিয়েছেন স্ত্রী অর্পিতা।’