মুহূর্তে ভারত হারল, সিরিজে ফিরল অজিরা

0
99
ম্যাচ শেষে দুই পক্ষের শুভেচ্ছা বিনিময়। ছবি: এএফপি

তৃতীয় দিনের প্রথম সেশনেই শেষ ইন্দোর টেস্ট। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টে বাজেভাবে পরাজিত হওয়া অস্ট্রেলিয়া নিল প্রতিশোধ। ভারতকে দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ফেলে তারা তুলে নিল ৯ উইকেটের বড় জয়। স্টিভ স্মিথের নেতৃত্বে চার টেস্টের সিরিজে বাঁচানোর লড়াইয়ে ফিরল।

নাগপুর টেস্টে ভারত ইনিংস ও ১৩২ রানের বিশাল জয় তুলে নেয়। দিল্লি টেস্টে জয় পায় ৬ উইকেটে। সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়ার পর ইন্দোরে টসও পক্ষে আসে রোহিতদের। কিন্তু ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়ে যান রোহিত-বিরাটরা।

অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার ক্যানিম্যান পাঁচটি এবং নাথান লায়ন প্রথম ইনিংস থেকে তুলে নেন তিন উইকেট। ভারতের হয়ে বিরাট কোহলি সর্বোচ্চ ২২ এবং শুভমন গিল ২১ রান করেন। শ্রীকর ভারত ও উমেশ যাদব ১৭ করে রান যোগ করেন।

জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে তোলে ১৯৭ রান।  তারা ৮৮ রানের লিড নেয়। অজিদের হয়ে ওপেনার উসমান খাজ ৬০ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৩১, স্টিভ স্মিথ ২৬ এবং ক্যামেরুন গ্রিন ২১ রান যোগ করেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে রবিন্দ্র জাদেজা চারটি এবং অশ্বিন ও উমেশ তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে নেমে ভারত ১৬৩ রানে অলআউট হয়। অজিদের লিড শোধ করে ৭৬ রানের লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। দলটির হয়ে চেতেশ্বর পূজারা অষ্টম ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে ৫৯ রান করেন। শ্রেয়াস আয়ার করেন ২৬ রান। নাথান লায়ন একাই ৮ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যবধান গড়ে দেন।

তৃতীয় দিন লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানে ১ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ট্রাভিস হেড ৫৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ২৮ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.