পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আমরা সবাই একাত্মা: আইজিপি

0
7
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তর করতে আমরা সবাই একাত্মা।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট এসআই-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আমরা সবাই একাত্মা: আইজিপি

এ সময় তিনি নবীন কর্মকর্তাদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, জনসেবায় আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একইসঙ্গে মনে রাখবেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) খুবই গুরুত্বপূর্ণ পদ, কারণ ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারাই করে থাকেন।

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আমরা সবাই একাত্মা: আইজিপি

বাহারুল আলম বলেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। এটা সব সময় মাথায় রাখবেন।

তিনি আরও বলেন, পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আমরা সবাই একাত্মা: আইজিপি

সমাপনী কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ মোট ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন। ১ বছর মেয়াদি এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.