পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, জানালেন ট্রাম্প

0
8
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, এমন ঘোষণা দিয়েছেন। তবে এই বৈঠক কবে হবে সে ব্যাপারে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
 
পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।
 
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প।
 
এখানেই শেষ নয়। ট্রাম্প জানান, পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
ট্রাম্প এর আগেও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন যে এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে।
 
এখন ক্ষমতায় আসার আগেই তিনি জানালেন এই বৈঠকের প্রস্তুতির কথা। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্পের যোগাযোগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানাবেন পুতিন। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.