পিআইবি চিহ্নিত ‘ভুয়া খবর’ নিষিদ্ধ হওয়া উচিত, বলছে ভারত সরকার

0
182
‘ভুয়া খবর

ভারতে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) কর্তৃক চিহ্নিত ‘ভুয়া সংবাদ’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির সরকার মনে করে ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হওয়া উচিত।

সর্বশেষ তথ্য-প্রযুক্তি আইনানুযায়ী, পিআইবি বা ফ্যাক্ট চেকের জন্য ভারত সরকারের অনুমোদিত যেকোনো এজেন্সি কর্তৃক চিহ্নিত ভুয়া খবরকে নিষিদ্ধ করা হবে। খবর- টাইমস অব ইন্ডিয়া।

পিআইবি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনের একটি সংস্থা। খবরের সত্যতা যাচাইয়ের জন্য এর ফ্যাক্ট চেকিং ইউনিটও রয়েছে।

আইনে বলা হয়েছে, তথ্যের কোনো অংশ ভুয়া হিসেবে চিহ্নিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যকোনো মাধ্যমে তা যেন কেউ পোস্ট, এডিট, প্রদর্শন বা কাউকে পাঠাতে না পারে তা নিশ্চিত করতে হবে।

ভারত সরকারের এই নির্দেশনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া (ইজিআই)।

প্রতিক্রিয়া ব্যক্ত করে ইজিআই টুইটারে লিখেছে, এটি সেন্সরশিপের মতো। আইটি আইন-২০২১ সংশোধন করে সংবাদের সত্যতা নিশ্চিত করতে পিআইবি-কে কর্তৃত্ব দেওয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোকে এসব কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় ইজিআই গভীরভাবে উদ্বিগ্ন। গিল্ড মনে করে বিষয়টি সেন্সরশিপের মতো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.