পাহাড়ে শুরু হলো প্রবারণা উৎসব

0
14
রাজবন বিহারে আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির

রাঙ্গামাটি সদর উপজেলায় বালুখালী ইউনিয়নে মরিচ্যাবিল তপোবন অরণ্য কুটিরে প্রবারণা উৎসব উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে পাহাড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে শুরু হলো প্রবারণা উৎসব।

অনুষ্ঠানে উপস্থিত পূণ্যার্থীদের একাংশ

আষাঢ়ী পূর্ণিমা তিথি হতে আশিনী পূর্ণিমা তিথি পর্যন্ত বর্ষাবাস পালনের পর প্রবারণা উৎসব পালন করা হয়। কিন্তু  কিছু কিছু জায়গায় এই আষাঢ়ী পূর্ণিমা তিথির দুই একদিন আগেভাগে অনেক জায়গা বর্ষাবাস শুরু করেন ভিক্ষুরা। সেকারণে আশিনী পূর্ণিমা তিথি শুরু হওয়ার আগেই এই আগাম প্রবারণা সেই সব বিহারে উৎযাদিপত হয়।

তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির

আজ এই পবিত্র প্রবারণায় উপস্থিত রয়েছেন রাজবন বিহারে আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তেসহ সাধনানন্দ মহাস্থবির ভান্তের অন্যান্য শিষ্যসংঘ।

অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক আহবায়ক ও সাবেক জেলা জজ দীপেন দেওয়ান।

স্বধর্ম দেশনা প্রদান করেন প্রজ্ঞালংকার মহাস্থবির ও তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির ভান্তে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান ও বিএনপির ধর্ম বিষয়ক আহবায়ক দীপেন দেওয়ান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক আহবায়ক ও সাবেক জেলা জজ দীপেন দেওয়ান

এছাড়া রাঙ্গামাটি সদর ও জুরাছড়ি উপজেলা হতে আগত কয়েক শত পূন্যার্থীর আগমন অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় ও সুশোভিত করে তোলেছে।

অনুষ্ঠানটি উদ্বোধনী সংগীত পরিবেশন করেন- জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী প্রজ্ঞা চাকমা ও আশীষ চাকমা। গানের কথা ও সুর- সাধনানন্দ মহাস্থবির বনভান্তে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধীরেন চাকমা ও পূর্ণিমা চাকমা।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন- জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী প্রজ্ঞা চাকমা ও আশীষ চাকমা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.