পাবনায় গণপিটুনিতে নিহত ২

0
306

পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা চরমপন্থী দল সর্বহারা পার্টির সদস্য।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের তছিরের ছেলে মাছির ওরফে কালু (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে চরমপন্থী দল সর্বহারা পার্টির ৪ সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিক এর বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাতদল ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে দুইজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। অপর দুই ডাকাত সদস্য পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতরা চরমপন্থি সর্বহারা পার্টির সদস্য। তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় হত্যা ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.