পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পের আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি।
স্থানীয় সময় শনিবার পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ান অঞ্চলে ভূমকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার।
একই দিনে জাপানেও ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।