পাকিস্তানে বোমা বিস্ফোরণে উল্টে পড়ল যাত্রীবাহী ট্রেন, অতঃপর…

0
22
বেলুচিস্তানে চলন্ত ট্রেনের লাইনে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলন্ত ট্রেনের লাইনে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানে প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। খবর দ্য ডনের।

প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে।

দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

জাফর এক্সপ্রেসের ওপর হামলা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। গত জুনেও একবার বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেল লাইনে বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়েছিল কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ৫টি বগি। সেবার অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, গত ১১ মার্চ পাকিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেসের কোয়েটা থেকে বেলুচিস্তানগামী একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনী এগিয়ে যায় এবং বিএলএ যোদ্ধাদের সঙ্গে সেনাদের সংঘাত হয়। সেই সংঘাতে বিএলএ-এর ৩৩ জন যোদ্ধা, ২৬ জন যাত্রী এবং ৪ জন সেনাসদস্য নিহত হয়েছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.