পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারত। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পর দুই দেশের রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। ইসলামাবাদ ভারতের পদক্ষেপে অখুশি। এই পরিস্থিতিতে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে সব রকমভাবে প্রস্তুত ভারতীয় দূতাবাস।
স্বাধীনতা দিবসের আগের দিন বুধবার দূতাবাসের পক্ষ থেকে একটি ছবি টুইট করা হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে দূতাবাস ভবন নানা রঙ্গে সাজানো হয়েছে। খবর এনডিটিভির
ছবির সঙ্গে ওই টুইটে লেখা হয়েছে, ‘নানা রঙ্গে সজ্জিত। ৭৩ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস অপেক্ষা করছে। জয় হিন্দ।’
ওই টুইটে ট্যাগ করা হয়েছে পাকিস্তানে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান অজয়কে নয়াদিল্লিতে ফেরত পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি পাকিস্তানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভারতে তাদের রাষ্ট্রদূত মঈন-উল-হককেও পাঠাবে না। ১৬ আগস্ট মঈনের দায়িত্ব নেওয়ার কথা ছিল।