পশ্চিম তীরে শনিবার এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে পুলিশের গুলিতে ফিলিস্তিনি এক মেডিকেল শিক্ষার্থী নিহত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পশ্চিম তীরে যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটল। খবর এএফপি ও আল জাজিরার
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে নিহত যুবকের নাম মোহাম্মদ রায়েদ বারাদিয়াহ। তার বয়স ২৪ বছর।
প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাকে জানায়, বেইত উম্মার শহরের কাছে বারাদিয়াহকে তার গাড়ির ভেতরে গুলি করা হয় এবং গুরুতর আহত বারাদিয়াহর কাছে যেতে চিকিৎসকদের বাধা দেওয়া হয়।
সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘বারাদিয়াহ অসহায়ভাবে পড়ে ছিলেন এবং তার রক্তক্ষরণ হচ্ছিল, আর এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বারাদিয়াহ তার গাড়িটি কয়েকজনের সৈন্যের ওপর উঠিয়ে দেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, গাড়ি চাপায় তিনজন আহত হয়, যাদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।