জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে আরজিনা পারভীন চাঁদনীকে। তিনি ইতোপূর্বে ৫ আগস্টের আগেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।
শুধু চাঁদনী নয়, কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মোছা. নাছিমা বেগম। তিনি উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতী লীগের সভানেত্রী ছিলেন।
এরইমধ্যে কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।
অভিযোগ উঠেছে, তদবির ও অর্থ বাণিজ্যের মাধ্যমে আ. লীগের নেত্রী হয়েও মহিলা দলের পদ পেয়েছেন। তারা ৫ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। অথচ জেলা মহিলা দলের নেত্রীরা জেনেশুনেই তাদেরকে পদ দিয়েছেন।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী থানার মহিলা দলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
তালিকায় দেখা গেছে, এতে সভাপতি হিসেবে আরজিনা পারভীন চাঁদনী ও ৮ নম্বর ক্রমিকে নাছিমা বেগমের নাম। এই তালিকা প্রকাশের পরপরেই নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে মহিলা দলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে আওয়ামী লীগ নেত্রীদের নাম দেখে ক্ষুদ্ধ নেতাকর্মীর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পলাশবাড়ীতে মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে তারা ৫ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে কাজ করেছে। দুইনেত্রী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেও অর্থের বিনিময়ে মহিলা দলের কমিটিতে পদ পেয়েছে।
পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু বলেন, যিনি আওয়ামী লীগের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি কীভাবে মহিলা দলের সভাপতি হন? যারা এই কমিটি দিয়েছে তাদের স্বার্থ ও উদ্দেশ্য স্পষ্ট। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের পেতাত্মাদের দলে থাকতে দেবো না।
এ বিষয়ে আরজিনা পারভীন চাঁদনী বলেন, আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। এরকম ছবি বিএনপি নেতাদের সাথেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন। তবে চেষ্টা করেও কমিটির সাংগঠনিক সম্পাদক নাছিমা বেগমের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে, এই কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলের সমালোচনার মুখে এই কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি শোভা আকতার জানান, দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।