বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটা পরিবর্তনের সুযোগ এসেছে। এ সুযোগ হেলায় হারাতে চাই না।
সোমবার (২৪ নভেম্বর) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আঞ্চলিক পরামর্শ সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় জানান, নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মানুষের আগ্রহ বাড়লেও নির্বাচন-পরবর্তী রাষ্ট্রব্যবস্থার কাঠামো নিয়ে আরও বিস্তৃত আলোচনা জরুরি। এজন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে নাগরিক মতামত সংগ্রহ করে একটি নাগরিক ইশতেহার প্রস্তুত করা হচ্ছে, যা আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, যারা আগামী দিনের সরকার হওয়ার প্রত্যাশা রাখছেন, তাদের ইশতেহারেও আমরা নাগরিক ইশতেহারের মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো। সরকার আসবে যাবে, কিন্তু জনগণ ও দেশ থাকবে—তাই নাগরিক হিসেবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

















