পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি

0
50
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
 
বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের কথা জানান।
 
আওয়ামী সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশির ভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তখনও সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
এ অবস্থায় গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। নতুন নিয়োগেও সুজিত চ্যাটার্জি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ পান।
 
এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করছিল আইনজীবীদের একটি অংশ। তার জেরেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।
 
উল্লেখ্য, সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.