নয়াপল্টনে বিএনপিকে গণঅবস্থানের অনুমতি

0
181
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন

ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল বুধবার চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

আজ মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশের অনুমতি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে আমাদের কেন্দ্রৗয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব।’

এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান তিনি। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, যান চলাচল স্বাভাবিক রেখে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বুধবার ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। এর আগে একই দাবিতে যুগপৎভাবে গণমিছিলের কর্মসূচিও পালন করেছে দলটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.