নোবেলজয়ী মার্কিন উপন্যাসিক মরিসনের জীবনাবসান

0
383
টনি মরিসন। বিবিসি

নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসন মারা গেছেন।

শুক্রবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’। ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পান এই লেখক। তার উপন্যাসের সংখ্যা ১১টি।

শনিবার ৮৮ বছর বয়সী মরিসনের মৃত্যুর খবরটি দুঃখের সঙ্গে এক বিবৃতিতে তার পরিবার নিশ্চিত করে। এতে বলা হয়, সোমবার রাতে পরিবারের স্বজন ও বন্ধুবান্ধবদের রেখে চলে গেছেন মরিসন।

বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, মরিসনের মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়ে গেল। তবু কৃতজ্ঞতা যে দীর্ঘ এবং সুন্দর একটি জীবন কাটিয়েছেন।

টনি মরিসনের জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯৩১। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ‘বিলাভেড’, ‘সং অফ সলোমন’, ‘সুলা’।

১৯৮৮ সালে ‘বিলাভেড’ গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস এই লেখককে। এটি নিয়ে সিনেমাও হয়; যাতে অভিনয় করেন অপরাহ উইনফ্রে।

মরিসনের উল্লেখযোগ্য পুরস্কারের তালিকায় রয়েছে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ ও ‘ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল’। মহাকাব্যিক রীতি, তীক্ষ্ণ কথোপকথন এবং পুঙ্খানুপুঙ্খ চরিত্রায়ন তার উপন্যাসের বৈশিষ্ট্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.