নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক

0
33
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।
 
সোমবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে দেশটির প্রতিনিধি দল।
 
পরে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, বৈঠকে দুই দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল তুরস্কের নির্বাচনী ব্যবস্থা এবং ইসি কর্মকর্তারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে দেখো যায় বাংলাদেশের সঙ্গে তুরস্কের নির্বাচনী ব্যবস্থার বেশির ভাগই মিল রয়েছে। যে মিল রয়েছে সেগুলো নিয়ে কথা বলেন তারা। তারা বলেন, আমাদের রাজনৈতিক ভিত্তি আলাদা হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন ব্যবস্থায় সহযোগিতার জন্য তুরস্ক প্রস্তুত আছে।
 
ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধি দল। তুরস্কে বাংলাদেশের মতোই আইন মেনে নির্বাচন কমিশন গঠন করা হয় বলে বৈঠকে জানিয়েছেন তারা।
 
দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্য তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের হেড অব ডিপার্টমেন্ট হাররু ওস্কান এবং ভোটার রেজিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল হাইরি বাইরাক নির্বাচন কমিশন সচিবের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। ইসি সচিব শফিউল আজিম, এনআইডি মহাপরিচালক, ইটিআই মহাপরিচালক, আইডিয়া-২ প্রকল্পের পরিচালক বৈঠকে উপস্থিত ছিলেন।
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.