এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজ মাঠে ৫১টি বেলুন উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীর কবির নানক। ক্ষমতাসীন দলের এই নেতা ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অ্যালামনাই।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির আরও বলেন, সারা দেশের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে সার্বিকভাবে সহায়তা করতে পারেন। নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ বিরাট ভূমিকা পালন করতে পারে। ছাত্রদের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন স্তরে নেতা নির্বাচন হবে। কাজেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। আর এ নির্বাচনের মধ্য দিয়েই ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসবে। ছাত্র নেতৃত্বের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে সমৃদ্ধ।
এ সময় দীর্ঘদিন ধরে বিএম কলেজসহ বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আবার যাতে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন জাহাঙ্গীর কবির।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মাদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান খান গাউস মোসাদ্দেক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ার, রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নজরুল হক।
পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। প্রসঙ্গত, বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর কবির নানক এই কলেজের ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন।