নিত্যপণ্যের দাম কমানো সরকারের প্রথম প্রাধান্য: মৎস্য উপদেষ্টা

0
54
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

নিরাপদ নিত্যপণ্য সরবরাহ করা গুরুত্বপূর্ণ বিষয়। এসব পণ্যের দাম কমানো অন্তবর্তী সরকারের প্রথম প্রাধান্য। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে গণ অধিকার পরিষদের ১৫ দফা নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার ক্ষেত্রে উৎপাদন খরচ জড়িত। এক্ষেত্রে উৎপাদন খরচ কমানোর দিকে নজর দিতে হবে। যেমন প্রাণীর খাবারের দাম, মুরগীর বাচ্চার দাম ইত্যাদির ওপর দাম নির্ভর করে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে।

এ সময় গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, আগামী ১০ দিনের মধ্যে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। মাছ-মাংস ও ডিমের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

কর্মকর্তাদের সম্পদের হিসান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। তাছাড়া তাদের সব দাবিই যৌক্তিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.