রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ওই এলাকার আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল গণি বলেন, আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টা থেকে সায়েন্স ল্যাব থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ আগুন নেভাতে আরও সময় লাগবে।