ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শনের সময় তার প্রতিবাদ জানাতে গেলে এই অবস্থার সৃষ্টি হয়।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে। তার চুল ধরে টানতে দেখা গেছে কাউকে।
সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে যান। এদিন রাতে প্রথম আলোর ভবনেও আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিক্ষোভকারীরা। পরে আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়ে আসে।


















