ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গুনিয়াউক ইউনিয়ন ও চাতলপাড় ইউনিয়নে দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের প্রবাসী ফারুক মিয়ার ছেলে মইন (৫) ও চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া পাড়ার সুমন মিয়ার ছেলে সিয়াম (৪)।
পুলিশ জানায়, একজন মেঘনা নদীতে ডুবে এবং অন্যজন সাঁকো থেকে পড়ে মারা যায়।
চাতলপাড় মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার বলেন, সহপাঠিদের সঙ্গে মেঘনা নদীতে খেলতে গিয়ে স্রোতে ভেসে যায় সিয়াম। পরে বিকেলে তার লাশ ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়।
পরদিকে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের মইন আইসক্রিম কেনার জন্য সাঁকো পাড় হতে গিয়ে খালের পানিতে ডুবে মারা যায়। মইন স্থানীয় একটি কিন্ডারগার্টেরে প্রথম শ্রেণির ছাত্র।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ঈদের সময় পরিবারের লোকজন কাজে ব্যবস্থ থাকে। ছোট শিশুদের প্রতি অবহেলা এই মৃত্যুর কারণ। যেহেতু এখন বর্ষার মৌসুম তাই সকল অভিভাকদের সচেতন হতে হবে।