নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

0
10
ফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগ্রেসরা। শিরোপা নির্ধরণী ম্যাচে ভারতের বিপক্ষে নামবে সুমাইয়া আক্তারের দল।
 
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে।
 
আগে ব্যাট করা নেপাল বাংলাদেশের বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি। বাংলাদেশের বোলিং তোপের পরও ৮ উইকেট হারিয়ে নেপাল তুলেছিল ৫৮ রান। ৯ ব্যাটারের মধ্যে মাত্র ওপেনার সাবিত্রি ধামিই পেরেছিলেন দুই অংক ছুঁতে।
 
রান তাড়ায় দাপুটে শুরু করে বাংলাদেশ। প্রায় জয়ের কাছেই দলকে নিয়ে যায় দুই ওপেনার ফাহমিদা ও ইভা। ৮ম ওভারের দ্বিতীয় বলে কাসুম গোদার শিকার হয়ে ফেরেন ১৮ রান করা ইভা। ভাঙে ৪৬ রানের জুটি। এরপর সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন ফাহমিদা। তার সঙ্গী সুমাইয়া আক্তার ৬ বলে খেলেছেন ১০ রানের জয়সূচক ইনিংস।
 
সুপার ফোরে ভারতের কাছে হারলেও এবার ফাইনালে সেই ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে নিজেদের শেষ ম্যাচে ভারতীয় মেয়েরা শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে। যদিও পয়েন্ট টেবিলে আগে থেকে শীর্ষে ছিল ভারতের মেয়েরা। প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আগামী ২২ ডিসেম্বর চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.